বড়লেখা প্রতিনিধি :: বড়লেখায় দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা এবং প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করে সিএনআরএস (সূচনা কর্মসূচি)। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ময়নুল হক।
সিএনআরএসের (সূচনা কর্মসূচি) ইউনিয়ন সমন্বয়কারী অসীম চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান। স্বাগত বক্তব্য রাখেন সূচনা প্রকল্পের (সিএনআরএস) উপজেলা সমন্বয়কারী মোবারক হোসেন।
এসময় বড়লেখা উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল হোসেন, সূচনার নিউট্রেশন অফিসার আল-আমিন, গল্লাসাংগন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রশিদ আহমদ খান, ইউপি সদস্য শামীম আহমদ, আব্দুল হক, সাজু আহমদ, খছরুজ্জামান খছরু, ইমাম উদ্দিন হিফজুর, মো. এমরানুল হক বাবু, আলতাফ হোসেন, কবির আহমদ ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
