অনুষ্ঠিতব্য সিলেট জেলা ও মহানগর যুবদলের কাউন্সিলে ৪ পদে প্রার্থী হয়েছেন ১৫ নেতা। তারমধ্যে জেলার সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন এবং মহানগরে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন।

এমন তথ্য নিশ্চিত করেছেন যুবদলের কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আশিক উদ্দিন আসুক।
নির্বাচন কমিশনারের তথ্যানুসারে- জেলা যুবদলের সভাপতি পদে প্রার্থী হয়েছেন জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ ও জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ চমন।

জেলায় সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন- জেলা যুবদলের সদস্যসচিব ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মকসুদ আহমদ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি লিটন আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান নেছার ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. এখলাছুর রহমান মুন্না।

অপরদিকে- মহানগর যুবদলের দুই পদে প্রার্থী হয়েছেন ৮ জন। তাদের মধ্যে সভাপতি পদে যুবদল নেতা মো. নজরুল ইসলাম ও বিএনপি নেতা সুহেল আহমদ।
সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য উমেদুর রহমান উমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মির্জা মো. সম্রাট হোসেন, সিলেট মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হাসিম জাকারিয়া, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপণ, যুবদল নেতা সুহেল মাহমুদ ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কয়েস আহমদ।
উল্লেখ্য, সিলেট যুবদলের নেতাকর্মীদের দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে আগামী মাসে। আগামী ১০ সেপ্টেম্বর জেলা যুবদল এবং ১১ সেপ্টেম্বর মহানগর যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সিলেট জেলা এবং মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক- এই শীর্ষ দুই পদে আসবে পরিবর্তন।

তফলিস অনুযায়ী- ২৯ ও ৩০ আগস্ট সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ২ হাজার টাকা প্রদান করে প্রার্থীরা মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। ৩১ আগস্ট (বুধবার) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনারের নিকট সভাপতি পদে মনোনয়ন ফি বাবদ ৫০ হাজার টাকা ও সাধারণ সম্পাদক পদে ৪০ হাজার টাকা নগদ প্রদান করে মনোনয়নপত্র জমা করবেন প্রার্থীরা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *