জগন্নাথপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসী গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে শহীদ স্মৃতি সংসদের আয়োজনে শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজ ক্যাম্পাসের স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পরে শহীদ স্মৃতি সংসদের সভাপতি মুহিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমজাদ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন।
প্রধান আলোচকের বক্তব্য দেন, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জফির সেতু।
বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীরামসী হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. হাজের আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দু্ল কাইয়ুম মশাহিদ, মিরপুুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল মিয়া।
বক্তব্য দেন, শহীদ স্মৃতি সংসদের সাবেক সভাপতি নূর মোহাম্মদ জুয়েল, বর্তমান সহসভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে, আজ বৃহস্পতিবার উপজেলার রানীগঞ্জ গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে রানীগঞ্জে উপজেলা প্রশাসন ও শহীদ গাজী ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
