মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৪তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নিয়ে গণঅর্থায়নে নির্মিত ‘আদিম’ চলচ্চিত্রের জন্য ‘নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড’ জিতেছেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্র নির্মাতা যুবরাজ শামীম।
মস্কোর স্থানীয় সময় শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে নির্মাতা যুবরাজ শামীমের হাতে তুলে দেওয়া হয় জুরি অ্যাওয়ার্ড। নির্মাতা নিজেই মেসেজিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপে বিষয়টি নিশ্চিত করেছেন।
হোয়াটসঅ্যাপে তিনি বলেন, মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘আদিম’ এর মনোনয়ন পাওয়াটাই আমার কাছে বিশেষ। উৎসব কর্তৃপক্ষের আমন্ত্রণে মস্কোতে এসে সিনেমাটি নিয়ে আমার জার্নি স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, আদিম সিনেমাটির জন্য পেলাম ‘নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড’। এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। সব মিলিয়ে এ উৎসব আমার মতো তরুণ নির্মাতার জন্য অন্যরকম অভিজ্ঞতা হয়েই থাকবে।
‘নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড’ ছাড়া শুক্রবার স্থানীয় সময় দুপুরে আরও কিছু পুরস্কার ঘোষণা করে উৎসব কর্তৃপক্ষ। এরমধ্যে ক্রিটিকস অ্যাওয়ার্ড জিতে নিয়েছে রোমানিয়ার ছবি ‘দ্য ভয়েস ক্রাইং ইন দ্য ওয়াল্ডারনেস’, সিনে ক্লাব অ্যাওয়ার্ড জিতে নিয়েছে ইরানের ‘নো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট’ এবং অডিয়েন্স অ্যাওয়ারর্ড জিতে নিয়েছে সার্বিয়ার ছবি ‘দ্য বিহেডিং অব সেন্ট জন দ্য ব্যাপ্টিস্ট’।
টঙ্গীর একটি বস্তিতে হয়েছে পুরো ‘আদিম’ এর শুটিং। ছবির কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এবং সহ প্রযোজক হিসেবে সিনেমাকার ও লোটাস ফিল্ম যুক্ত আছে বলেও জানান যুবরাজ।
‘আদিম’ সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চলচ্চিত্রটির চিত্রগ্রহণে ছিলেন আমির হামযা এবং সাউন্ড ও কালার করেছেন সুজন মাহমুদ।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে নির্বাহী প্রযোজক মোহাম্মদ নূরুজ্জামানকে সঙ্গে নিয়ে ২৭ অগাস্ট মস্কোর উদ্দেশ্যে ঢাকা ছাড়েন যুবরাজ শামীম। ৩০ অগাস্ট মস্কোতে হয় আদিমের ওয়ার্ল্ড প্রিমিয়ার শো। এর আগের বিকেলে ‘আদিম’ নিয়ে সংবাদ সম্মেলনেও আসেন নির্মাতা।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *