ডায়াল সিলেট ডেস্ক :: ‘নাটক করুন, নাটক করতে উৎসাহিত করুন’ এমন আহ্বানে আবারও নতুন নাট্যকর্মী তৈরির লক্ষ্য নিয়ে কর্মশালার আয়োজন করতে যাচ্ছে সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী নাট্য সংগঠন লিটল থিয়েটার, সিলেট।
এর আগে বিভিন্ন সময়ে লিটল থিয়েটার, সিলেট মঞ্চে অভিনয়ে আগ্রহীদের জন্য কর্মশালার আয়োজন করেছে। সেসব কর্মশালা থেকে উঠে আসা নাট্যকর্মীরা ইতোমধ্যে নাটকে অভিনয়সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে রেখে চলেছেন গুরুত্বপূর্ণ অবদান। শুধু অভিনয় নয়, মঞ্চ নাটকের জন্য প্রয়োজনীয় সঙ্গীত, আবৃত্তি, মঞ্চ নির্মাণ, আলোক প্রক্ষেপণ, রূপসজ্জা, পোশাক পরিকল্পনা ইত্যাদি বিষয়েও নাট্যকর্মীদের কর্মশালার মাধ্যমে দক্ষ করতে এমন উদ্যোগ নিয়েছে লিটল থিয়েটার, সিলেট।
লিটল থিয়েটার সূত্রে জানা গেছে, এবারের কর্মশালাতেও অভিনয় শেখানোর পাশাপাশি অন্যান্য সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ প্রদান করবেন এসব ক্ষেত্রে অভিজ্ঞ প্রশিক্ষকগণ।
এই কর্মশালায় অংশগ্রহণে ইচ্ছুকদের নাম নিবন্ধন শুরু করেছে লিটল থিয়েটার, সিলেট। নাম নিবন্ধনের জন্য যোগাযোগ করা যাবে ০১৭১১৩৭৬৮৫১, ০১৭১৮৫৩৯৫৭১ ও ০১৬১২৩২৩৭৯১ নম্বরে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *