ডায়াল সিলেট ডেস্ক :: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৫তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে সিলেট জেলা বিএনপি। শনিবার বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির রাজনীতি আওয়ামী লীগের মতো অন্তঃসারশূন্য, স্ববিরোধী জনগণকে ধাপ্পা দেয়ার জন্য নয়। বিএনপি জনগণের ভাষা বোঝে। তারেক রহমান এই মাটিরই সন্তান, তিনি আগুনে দগ্ধ হওয়ার মধ্যদিয়ে আরো খাঁটি হয়ে ফিরে আসবেন ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, তারেক রহমান দেশি-বিদেশি ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের প্রতিহিংসায় আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে অমানবিক নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের সম্ভাবনাময় এ তরুণ নেতার জীবন এখনও বিপন্ন। এখনও বিদেশে সেই নির্মম নির্যাতনের ক্ষত সারাতে বিদেশে চিকিৎসা নিতে হচ্ছে। ইনশাআল্লাহ তারেক রহমান দেশে ফিরে আসবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাসান আহমদ পাটওয়ারী রিপন, শামিম আহমদ, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাসেম, আজিজুর রহমান আজিজ, জসিম উদ্দিন, তাজরুল ইসলাম তাজুল, শাকিল মুরশেদ, অ্যাডভোকেট আল ইসলাম মুমিন, অ্যাডভোকেট আবু তাহের চৌধুরী, অ্যাডভোকেট মোস্তাক আহমদ, অ্যাডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, ফরিদ উদ্দিন, বাদশাহ আহমদ, লোকমান আহমদ, আহাদ চৌধুরী শামিম, আখতার হুসেন রাজু, অর্জুন ঘোষ, জালাল খান, মাহবুব আলম, শামছুর রহমান শামিম, সুমেল আহমদ চৌধুরী, শাহিন আলম জয়, কামরুল ইসলাম, মকসুদ আহমদ, ফজলে রাব্বী আহসান, দেলোয়ার হুসেন নাদিম, হারুনুর রশিদ, আজহার আলি অনিক, আফজল হুসেন, শিমুল আহমদ, কামরান আহমদ, খাইরুল আহমদ, হারুনুর রশিদ, রেজাউল ইসলাম সুমন, ওবায়দুর রহমান আবিদ, আশিকুর রহমান তারেক প্রমুখ।
