আন্তর্জাতিক ডেস্ক :: চীনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৫তে দাঁড়িয়েছে। আহত হয়েছে প্রায় ২৫০ জন। এ ছাড়া নিখোঁজ বেশ কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।
স্থানীয় সময় সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে প্রাদেশিক রাজধানী চেংডু ও দূরবর্তী প্রদেশগুলো কেঁপে ওঠে। এমনকি মঙ্গলবারও ভূমিকম্প-পরবর্তী আফটার শক অনুভূত হচ্ছে বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের আঘাত এতটাই ছিল যে সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডুতেও তা অনুভূত হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ করোনা পরিস্থিতির কারণে চলাচলের বিধিনিষেধের মধ্যে রয়েছে।
প্রাথমিকভাবে দেখা গেছে, সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ভূমিকম্পে সৃষ্ট পাহাড়ধসের কারণে ঘরবাড়ির গুরুতর ক্ষতি হয়েছে। কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। কয়েকটি এলাকায় বিদ্যুতের সংযোগ বন্ধ রয়েছে।
সিচুয়ান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের ঘটনা নতুন নয়। এর আগে জুনে সিচুয়ানে ৬ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। তবে ২০১৭ সালের আগস্টে সিচুয়ানের আবা প্রিফেকচারে হওয়া ৭ মাত্রার ভূমিকম্পের পর এবারেরটিই ছিল সবচেয়ে শক্তিশালী।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *