বেনাপোলে ৭০ হাজার মার্কিন ডলারসহ দুইজনকে আটক করেছে কাস্টমস। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বেনাপোল চেকপোস্টে দিয়ে প্রবেশের সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মুন্সিগঞ্জের কমলাঘাট এলাকার সাগর হোসেন (৪০) ও একই জেলার পাঁচগাঁও গ্রামের জসিম ঢালি (৪২)।
বেনাপোল কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মুদ্রা পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *