ডায়াল সিলেট ডেস্ক :: বিশিষ্ট সাংবাদিক, বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও কবি মহিউদ্দিন শীরুর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা প্রেসক্লাব।
রোববার বাদ জোহর নগরের হজরত শাহজালাল (রহ.) মাজার গোরস্থানস্থ তাঁর কবরে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ক্লাব নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি প্রদান শেষে ফাতেহা পাঠ ও প্রয়াতের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও ক্লাবের সিনিয়র সদস্য মোহাম্মদ মহসিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বালাগঞ্জ সরকারি কলেজে সভা : বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন শীরুর ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে কলেজ সংলগ্ন ডি এন উচ্চবিদ্যালয় মসজিদে মিলাদ শেষে কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদীর সভাপতিত্বে ও প্রভাষক অহী আলম রেজার পরিচালনায় সভায় বক্তারা বলেন, মহিউদ্দিন শীরু ছিলেন আলোকিত মানুষ। তিনি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখাতেন। কলেজ প্রতিষ্ঠায় তাঁর শ্রম, মেধা এ অঞ্চলের মানুষ ভুলবে না। নতুন প্রজন্মকে তাঁর গুণাবলী ধারণ করতে হবে।
সভায় বক্তব্য দেন, কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য এম এ মতিন, সহকারী অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, মো. ফয়জুল ইসলাম, প্রভাষক বিধান শিকদার, কৃষ্ণা দেব, আকরাম হোসেন, বুলবুল আহমেদ প্রমুখ।
