ডায়াল সিলেট ডেস্ক :: রাজধানীর হাজারীবাগ থানার বউবাজার এলাকায় মেট্রো এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে একজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার।
বিস্ফোরণে একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে শাহজাহান শিকদার জানান, রাত ১২টা ১২ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের আগুন নেভাতে হাজারীবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে প্রাথমিকভাবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
জানা গেছে, বিস্ফোরণে নিহতের যুবকের নাম ইলিয়াস(২০)। তিনি কুরিয়ার সার্ভিসটির মাল লোড-আনলোডের কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর তানোর।
বিকট শব্দ করে কাভার্ডভ্যানটি বিস্ফোরিত হলে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর ঘটনাস্থলের চারপাশে ঝাঁঝালো গন্ধে পাওয়া যাচ্ছে এবং ট্রাকের ভেতরে অনেক মশার কয়েল দেখা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
