বড়লেখা প্রতিনিধি :: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘দুর্গাপূজা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই জন্য শেখ হাসিনার সরকার সচেষ্ট রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও বিশেষভাবে তৎপর রয়েছে।’
পরিবেশমন্ত্রী রোববার রাতে মৌলভীবাজারের বড়লেখায় শারদীয় দুর্গাপূজায় পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। মন্ত্রী এসময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
তিনি এদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, বড়লেখা সদর ও সুজানগর ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘শেখ হাসিনার কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ নিরাপদ। শেখ হাসিনার কাছেই সব মানুষ আনন্দ বেদনা ভাগাভাগি করার সুযোগ পান।’
অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, ‘দেবী দুর্গা যেমনিভাবে অন্যান্য দেব-দেবীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে অসূরকে নির্মূল করেছিলেন, তেমনিভাবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতাবিরোধী চক্রকে নির্মূল করে বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’
এসময় মন্ত্রীর সাথে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দরসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *