বড়লেখা প্রতিনিধি :: দেশের বিভিন্নস্থানে বিএনপির চলমান সমাবেশ-কর্মসূচিতে নিহত নেতা-কর্মীদের স্মরণে মৌলভীবাজারের বড়লেখায় শোক র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ স¤পাদক শরিফুল হক সাজু’র নির্দেশনায় বড়লেখা উপজেলা ও পৌর যুবদল, সেচ্ছাসেবকদল এবং ছাত্রদল এই শোক র্যালি করেছে।
র্যালি পরবর্তী প্রতিবাদ সভায় মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সাধারণ স¤পাদক আব্দুল কাদির পলাশের সভাপতিত্বে, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক ও পৌর যুবদলের সদস্য সচিব সাইফুর রহমান সিপারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম খোকন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রায়হান মো. মুজিব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মকবুল হোসেন সেবুল, তাজুল ইসলাম, আয়জুল, রুহেল আহমদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সাইফুল আলম খোকন, উপজেলা যুবদলের সদস্য মোস্তাক তাপাদার কানন, হাদি হোসেন, আমিনুর রহমান ও শাহিন আহমদ প্রমুখ।
প্রসঙ্গত, সম্প্রতি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং চলমান সমাবেশ-কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগে দেশব্যাপী কর্মসূচি পালন করে বিএনপি। এ কর্মসূচি চলাকালীন ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, মুন্সিগঞ্জ জেলা যুবদল নেতা শহীদুল ইসলাম শাওন, নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা শাওন প্রধান এবং বেনাপোল পৌরসভার ৩৭ নং ওয়ার্ড বিএনপির নেতা মো. আব্দুল আলিম নিহত হন। বিএনপি’র দাবি, পুলিশ এবং সরকার দলীয় নেতাকর্মীদের হামলা ও গুলিতে তারা নিহত হন।
