ডায়াল সিলেট ডেস্ক :: জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে মহানগরের ১১ নং ওয়ার্ড বিএনপির নব নির্বাচিত কমিটির আঞ্চলিক কমিটির সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ১১নং ওয়ার্ডস্থ সিলেট মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
১১নং বিএনপির সভাপতি শেখ মো. কবির আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাইদ মো. তাইফ ও সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল এর যৌথ পরিচালনায় সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, সিলেটের ২০ নভেম্বরের বিভাগীয় সমাবেশকে ঘিরে সরকার নানা ষড়যন্ত্র শুরু করেছে। সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ইনশাআল্লাহ সমাবেশের দিন আলীয়া মাদ্রাসার মাঠ কানায় কানায় পূর্ণ থাকবে। সমাবেশে সফল করতে তৃণমূল বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তব্য রাখেন, মাহবুব রহমান মন্তাজ, আফসর হোসেন, শাহাদাৎ হোসেন, এড. আবুল ফাত্তাহ তোহেল, মোজাহিদ খান গুলশান, মালেক আহমদ, বেলায়েত হোসেন মোহন, জাহেদ আহমদ বাবু, খালেদ আহমদ, মলয় লাল ধর, আব্দুর রহিম মতছির, শেখ লিমনুজ্জামান, আবুল হোসেন, সাদিকুর রহমান সাদিক।
সভায় উপস্থিত ছিলেন, সাজিদ আহমদ চৌধুরী, বিকশিৎ দত্ত রাজা, অর্জুন ঘোষ, সেলিম আহমদ, সুমল দত্ত, আবুল হোসেন, খালেদ আহমদ, জুনেদ আহমদ, সৈনুল আহমদ, সুফিয়ান আহমদ পাপ্পু, সালমা বেগম, অজয় দাস, আমজাদ হোসেন, জ্যোতিময়, বেলাল আহমদ, রাহেল আহমদ হোসেনুর রহমান রিজবি, শেখ সোহাগ আহমদ প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *