দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

ডায়াল সিলেট ডেস্ক :: ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। জঙ্গিরা জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তারা যেন কোনোভাবে পালাতে না পারে সে জন্য সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেড অ্যালার্ট জারির নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্তে সতর্কতা বাড়ায় বিজিবি, ইমিগ্রেশন ও পোর্ট থানা-পুলিশ। রোববার দুপুর থেকে সীমান্তে বাড়তি এ সতর্কতা নেওয়া হয়।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আবুল কালাম আযাদ জানান, পালিয়ে যাওয়া অপরাধীরা যাতে কোনো ভাবে ইমিগ্রেশন অতিক্রম করতে না পারে সে জন্য বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ছবির সঙ্গে পাসপোর্টধারীর চেহারা ভালোভাবে মিলিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে ভারত ভ্রমণে অনুমতি দেওয়া হচ্ছে। এছাড়া প্রত্যেক পুলিশ সদস্যকে নিয়ে বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে।
আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরাআদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে সহযোগীরা
বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া জানান, দুই জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় দেশব্যাপী অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্দেশ আসার পর পরই গোটা ইমিগ্রেশন এলাকায় ব্যাপক সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে টহল বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল তানভির রহমান জানান, অপরাধীকে ধরতে সরকারের অন্যান্য নিরাপত্তা সংস্থা পাশাপাশি বিজিবিও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আখাউড়া স্থলবন্দর অভিবাসন (ইমিগ্রেশন) পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল আলম বলেন, ‘ওই দুই জঙ্গির ছবি ও ঠিকানা আমাদেরকে দেওয়া হয়েছে। তাদেরকে ব্ল্যাক লিস্টেড করা হয়েছে। তাদের ছবি ইমিগ্রেশন কক্ষে সাঁটিয়ে দেওয়া হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থিত বিজিবি ৬০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহ বলেন, ‘এরই মধ্যে এ বিষয়ে নির্দেশনা এসেছে। সেই নির্দেশনা মোতাবেক প্রতিটি বিওপিকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।’
প্রসঙ্গত, রোববার দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিএমএম আদালতের সামনে থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয় তাদের সহযোগীরা। পালিয়ে যাওয়া দুই আসামি হলেন—মইনুল হাসান শামীম (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব (৩৪)।
দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার : পুরান ঢাকার আদালত থেকে ছিনতাই হওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। পুলিশ মহাপরিদর্শকের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়েছে।
রোববার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে।
এদিকে, জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। তাদেরকে ধরার জন্য যা যা ব্যবস্থা নেয়া দরকার সব ব্যাপারে সতর্ক করা হয়েছে। খুব শিগগিরই তাদেরকে গ্রেফতার করা সম্ভব হবে। আমরা বর্ডার এলাকাগুলোতে বলে দিয়েছি, তারা যেন পালিয়ে যেতে না পারে।
জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় কারো গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, এই ঘটনার সঙ্গে কেউ জড়িত আছে কি-না, কিভাবে ঘটল শিগগিরই তদন্তে বেরিয়ে আসবে।
এর আগে, রোববার বেলা সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর থানার এক মামলায় ১২ জঙ্গিকে হাজির করা হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। হাজিরা শেষে একজন পুলিশ চারজন আসামিকে নিয়ে রওনা দেয় হাজতখানার দিকে। পুলিশকে মেরে পালিয়ে যায় দুজন। পালিয়ে যাওয়া আসামিরা হলেন: মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুটি মোটরসাইকেলে করে চারজন এসে আসামি ছিনিয়ে নেয়।
পালিয়ে যাওয়া দুই জঙ্গি জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।
তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। লেখক অভিজিৎ রায় হত্যা মামলাতেও আবু সিদ্দিক সোহেলের ফাঁসির রায় হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *