ডায়ালসিলেট ডেস্ক ::  সেচ্ছাসেবক দল সুইডেন শাখা উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

 

মঙ্গলবার সন্ধ্যায় সুইডেনের জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল সুইডেন শাখা উদ্যোগে আয়োজিত স্টকহোমের একটি রেস্টুরেন্টের হলরুমে সদস্য সংগ্রহ কর্মসূচি ও সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

সভায় প্রধান অতিথি ছিলেন উপস্থিত ছিলেন সুইডেন বিএনপি’র আহবায়ক ড. তারেক মাহফুজ। এতে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সম্পাদক পদ মর্যাদায়) ও যুক্তরাজ্য সেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন।

 

 

 

উক্ত অনুষ্ঠান মাসুদুল হক হিমু পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সুইডেন বিএনপির সদস্য সচিব রেজাউল করিম শিশির ,সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসলাম ফকির লিটন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল।

 

 

আরো উপস্থিত ছিলেন মইনুদ্দিন বাদল, আব্দুল বাছিদ চৌধুরী,আবুল হাসান বাবু,ওয়াসিউদ্দিন খাঁন পাঠান টোটন ও রিপন চৌধুরী প্রমূখ।

 

 

সভায় আমন্ত্রিত অতিথিবৃন্দদের ধন্যবাদ জানিয়ে একটি শক্তিশালী কমিটি যোগ্য নেতা কর্মীদের নিয়ে গঠনের অনুরোধ করেন।

 

 

অনুষ্ঠানের উদ্বোধক নাসির আহমেদ শাহীন বলেন সাবেক ছাত্রনেতাদের নেতৃত্বে যেভাবে বাংলাদেশে স্বেচ্ছাসেবক দলকে সাজানো হয়েছে ঠিক সেভাবেই ইউকে এবং ইউরোপে সাবেক ছাত্র নেতাদের নিয়ে একটি শক্তিশালী সংগঠন গঠন করা হবে এবং আগামী ১০ ডিসেম্বর ঢাকার সমাবেশে এক কোটি প্রবাসীদের পরিবার থেকে ১জন করে মানুষ অংশগ্রহণ করার আহবান জানান বক্তারা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির আন্দোলনে ফ্যাসিবাদ আর বাংলাদেশের ক্ষমতায় টিকতে পারবেনা।

 

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *