সোহেল আহমদ :: বিশ্বকাপের গ্রুপ পর্বে অপরাজিত থেকেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠা ইংল্যান্ড নকআউট পর্বে সেনেগালকে ৩-০ গোলে হারিয়েছে। কাতারের আল বাইত স্টেডিয়ামে ইংল্যান্ড সেনেগাল দল দুটির ম্যাচ অনুষ্ঠিত হয়।
ইংল্যান্ড জয়ী হয়ে কোয়ার্টার ফাইনাল খেলবে ফ্রান্সের বিপক্ষে।
‘বি’ গ্রুপ থেকে উঠে আসা ইংল্যান্ড প্রথম রাউন্ডে ইরানকে ৬-২ এবং ওয়েলসকে ৩-০ গোলে হারিয়েছে। অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের সঙ্গে করে গোলশূন্য ড্র এবং সেনেগালকে ৩-০ গোলে হারিয়েছে দলটি।
ইংল্যান্ড-সেনেগালের ম্যাচে প্রথমার্ধে ৩৮ মিনিটের মাথায় গোলের দেখা মেলে। বেলিংহামের অ্যাসিস্টে গোলটি করেন জর্ডান হেন্ডারসন। এর কিছুক্ষণ পরেই সেনেগালের জালে আরেকটি বল পাঠান হ্যারি কেন। দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে আরেকটি গোল হজম করে সেনেগাল। গোলটি করেন বুকোয়া সাকা। এতে ইংল্যান্ড ৩-০ তে সেনেগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে।