বিনোদন ডেস্ক :: বিজয় দিবস উপলক্ষে নতুন দেশাত্মবোধক গান গাইলেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। গানের শিরোনাম ‘যদি প্রশ্ন করো’। মৃত্যুর আগেই গানটি লিখেছিলেন উপমহাদেশের আরেক বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। ‘যদি প্রশ্ন করো কতটা ভালোবাসি তোমাকে, ও আমার দেশ আমি জবাব দেবো—ততটাই ভালোবাসি, যতটা ভালোবাসি আমার মাকে’—এমন কথার গানটি সুর করেছেন শফিক তুহিন, সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। এরই মধ্যে রাজধানীর বনশ্রীতে ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
১৩ ডিসেম্বর গানটির ভিডিও শুটিংয়ে অংশ নিয়েছেন রুনা লায়লা। মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছেন তানিম রহমান অংশু। এ প্রসঙ্গে রুনা লায়লা বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান আগেও অনেক গেয়েছি। তাঁর লেখা গানে আমার সুরে অন্য শিল্পীও গেয়েছেন। নতুন এই গান তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইলাম।
গানের কথা মনে গেঁথে থাকার মতো। সুরটাও দারুণ। শ্রোতা-দর্শকের বারবার শোনার মতোই এই গান।’
রুনা লায়লার সঙ্গে অংশুর এটা প্রথম কাজ। তিনি বলেন, ‘আমার নির্দেশনায় রুনা ম্যাম মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন, এটা আমার জীবনের অনেক বড় প্রাপ্তি।’
গানের সংগীতায়োজক ফোয়াদ নাসের বাবু বলেন, ‘শ্রদ্ধেয় রুনা আপা আমার স্টুডিওতে এসে ভয়েজ দিয়েছেন, আমার সংগীতায়োজনে গান গেয়েছেন—এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়।’ সুরকার শফিক তুহিন বলেন, ‘আমারও সৌভাগ্য যে রুনা আপার জন্য একটি দেশাত্মবোধক গান সুর করতে পেরেছি, তা-ও আবার গাজী ভাইয়ের লেখা। আমার সংগীতজীবনে এই গান মাইলফলক হয়ে থাকবে বলে আমার বিশ্বাস।’
গানটি ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে ‘গান বাংলা’ চ্যানেলে প্রচার করা হবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *