ডায়াল সিলেট ডেস্ক    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইকোলোজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় নিরাপদ উচ্চ মূল্যের সবজি (বারি বেগুন-১২) চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে।
রোববার দুপুর ১২টায় উপজেলার আলীনগর ইউনিয়নের তিলকপুর গ্রামে পাতাকুঁড়ি সোসাইটির বাস্তবায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতায় দিবসটি পালন করা হয়।
পাতাকুঁড়ি সোসাইটির নির্বাহী পরিচালক দেবাশীষ দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার এর উপ-পরিচালক সামছুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (চ:দা:) মো: রেজাউল করিম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ^জিৎ রায়।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পাতাকুঁড়ি সোসাইটি কমলগঞ্জ শাখার ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (ভিসিএফ) মো: তারেক নাসির উল্ল্যাহ। প্রকল্পের সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর সীমান্ত দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে নিরাপদ সবজি চাষ সম্পর্কে স্বরচিত কবিতা পাঠ করেন প্রকল্পের সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ সাইফুল ইসলাম মুজাহিদ। বক্তব্য রাখেন প্রকল্পের সুবিধাভোগী সবজি চাষী রাজেন্দ্র কুমার সিংহ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় কৃষকরা। অনুঘমঞান শেষে অতিথিরা মাঠ পরিদর্শন করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *