বিনোদন ডেস্ক::নানা ধরনের বাধা এবং গুঞ্জনের অবসান ঘটিয়ে গত ২৫শে জানুয়ারি মুক্তি পায় বলিউড বাদশাহ শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’। আর মুক্তির পর থেকেই উত্তাপ ছড়িয়েছে বক্স অফিসে। বিশ্বের ৮ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। আর মুক্তির প্রথম দিনেই শত কোটি রুপি আয় করে ছবিটি। আর এর চতুর্থ দিনেই ৫০০ কোটির রেকর্ড ছাড়ালো শাহরুখ-দীপিকার সিনেমা ‘পাঠান’। বলিউড রিভিউ ডটকমের তথ্য অনুসারে, মুক্তির চতুর্থ দিনে শুধু ভারতে পাঠান আয় করেছে ৫৫ কোটি রুপি। আর এ পর্যন্ত ভারতে সিনেমাটির মোট আয় ২২১ কোটি ৭৫ লাখ রুপি। চতুর্থ দিনে গিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪১৫ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৫৩৯ কোটি ৯১ লাখ টাকার বেশি। বক্স অফিস বিশ্লেষক রমেশ বালা এক টুইটে জানান, চার দিনে শুধু ভারতে ‘পাঠান’ আয় করেছে ২০০ কোটি রুপি। চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির আয় দাঁড়িয়২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় দেখানো হচ্ছে ছবিটি। ‘পাঠান’ সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *