ডায়াল সিলেট ডেস্ক   জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটি আয়োজিত এক সভায় বক্তারা আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ঘোষণায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্যাস-বিদ্যুত-জ্বালানিতেলসহ অব্যাহত দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতিতে জনজীবনে নাভিশ্বাস উঠছে।

সভায় বক্তারা আরও বলেন, সরকার সাম্রাজ্যবাদী সংস্থা আইএমএফ’র নির্দেশে নজিরবিহীনভাবে ১৯ দিনের মধ্যে আবারও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করেছে। এর আগে চলতি মাসেই আরেক দফা বিদ্যুত ও গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়। কয়েক মাস আগে সকল ধরনের জ্বালানিতেলের রেকর্ড পরিমান মূল্যবৃদ্ধি ও গণপরিবহণের ভাড়া বৃদ্ধি করা হয়। এছাড়া চাল, ডাল, তেল, চিনিসহ ঔষুধপত্র ও কাগজের লাগামহীন ঊর্দ্ধগতি অব্যাহত রয়েছে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধির ক্ষেত্রেও সরকার ধনীকগোষ্ঠির প্রতি সদয় হয়ে নিম্ন আয়ের লাইফ লাইন বিদ্যুত ব্যবহারকারীদের জন্য বৃদ্ধির হার করা হয়েছে সর্বোচ্চ। আন্তর্জাতিক বাজারে দাম কমা সত্ত্বেও সরকার সাম্রাজ্যবাদী সংস্থা আইএমএফের ঋণের শর্ত পূরণে গ্যাস-জ্বালানিতেলের দাম বৃদ্ধি করেছে। রাষ্ট্র পরিচালনার সরকার জাতীয় ও জনস্বার্থ উপেক্ষা করে প্রভূ সাম্রাজ্যবাদের সার্থে দেশী-বিদেশী ঋণ গ্রহণ করে মেগা প্রকল্পের নামে অবাধ লুটপাটের মাধ্যমে জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।

অন্যদিকে দেশকে ঋণগ্রস্থ করে দেউলিয়াত্বে ঝুঁকিতে ফেলছে। মূলত আইএমএফের ঋণের শর্ত মেনে দেশ পরিচালনার মধ্যেই নিহিত আছে নয়াউপনিবেশিক দেশের রাষ্ট্রের চরিত্র। নয়াউপনিবেশিক আধাসামন্ততান্ত্রিক এদেশের রাষ্ট্র ক্ষমতায় এ যাবত অধিষ্টিত সকল সরকারই হচ্ছে সামন্ত আমলা মুৎসুদ্দি শ্রেণির স্বার্থরক্ষাকারী সরকার। তারা কখনোই জনগণের কথা ভাববে না-এটাই স্বাভাবিক।

তাই জনগণের স্বার্থরক্ষাকারী রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা দালাল পুঁজি বিরোধী শ্রমিক-কৃষক জনগণের ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে। ৩১ জানুয়ারি সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে এই আহবান জানানো হয়।

এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক অবনী শর্ম্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল,  ধ্রুবতারা সাংস্কৃতিক সংদস মৌলভীবাজার জেলা মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়া, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশ সুমন, চা-শ্রমিক সংঘের মধু রজক, জেলা এনডিএফের সদস্য মোঃ শাহিন মিয়া, মোঃ গিয়াস উদ্দিন ও সোহেল আহমেদ সুবেল।

সভা থেকে গ্যাস-বিদ্যুত-জ্বালানিতেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সাম্রাজ্যবাদী দেশ ও সংস্থা সমূহের সাথে সম্পাদিত জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল, বিনাবিচারে হত্যা-খুন-গুম বন্ধ, শ্রমিক-কর্মচারিদের জন্য বাজারদরের সাথে সংগতি রেখে বাঁচার মতো মজুরি নির্ধারণ ও শ্রমিকস্বার্থ বিরোধী সংশোধিত শ্রমআইন বাতিল করে গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, চা-শ্রমিক বকেয়া মজুরি পরিশোধ এবং বাজারদরের সাথে সংগতিপূর্ণ মজুরি ঘোষণা, বিকল্প ব্যবস্থা ছাড়া ব্যাটারিচারিত রিকশা-ইজিবাইক উচ্ছেদ বন্ধ, ভূমিহীন দরিদ্র কৃষকের হাতে জমি ও কাজ, কৃষি উৎপাদনের খরচ কমানো এবং ফসলের ন্যায্যমূল্য, সার, ডিজেল. কীটনাশকের দাম কমানোর দাবিতে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *