ডায়াল সিলেট ডেস্ক   মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার, দীর্ঘদিনের স্বপ্ন এখন হাতের মুঠে। জেলার ১ম রাজস্ব বোর্ড কর্তৃক আয়করমুক্ত এম্বুলেন্স। গরীব, অসহায় ও সর্বস্তরের মানুষের চিকিৎসা সেবা ও লাশ গোসল, দাপন-কাপন, সৎকার, অক্সিজেন ও স্বাস্থ্য সেবায় জরুরি এম্বুলেন্স সার্ভিসে নিয়োজিত থাকবে। শুভ উদ্বোধন এবং আর্থিক সহায়তাকারীদের সম্মাননা স্মারক প্রদান ও সুধী সমাবেশ।
আজ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার, জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে,
শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জেলার বিশিষ্ট সংগঠক এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার সুযোগ্য জেলা প্রশাসক, মীর নাহিদ আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রভাংশু সোম মহান। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, জনাব প্রফেসর ড. ফজলুল আলী। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, জনাব শরিফ উদ্দিন, মৌলানা মোফাজ্জল আলী মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল। পুবালী ব্যাংকের এজিএম ড. এড. মোহাম্মদ আবু তাহের। নির্বাহী পরিচালক, ওয়াসিম আহমেদ নিশান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাবেক চেয়ার পার্সন, নুরুল ইসলাম মাহবুব। মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ডাঃ সাদিক আহমেদ। জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধাঃ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন। সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী। মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল। সংগঠনের উপদেষ্টা, মনওয়ার আহমেদ রহমান, হার্ড ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার সহ-সভাপতি আলহাজ্ব দুরুদ আহমদ। সমাজ সেবক, মোঃ আবিদুর রহমান। ইউনিটি অব মৌলভীবাজারের সভাপতি মোঃ আব্দুল মালিক। সংগঠনের উপদেষ্টা, শাহ বাবলু হোসেন। প্রাউড টু বি সিলেট ইউকে’র সভাপতি, হারুনুর রশিদ। ইউকে জাতীয়তাবাদী ফোরামের সহ সাংগঠনিক সম্পাদক, জলিল উদ্দিন চৌধুরী খোকন। মানবতার স্বপ্ন সামাজিক সংগঠনের চেয়ারম্যান, মুহিদ মিয়া। সংগঠনের উপদেষ্টা, মনওয়ার আহমেদ রহমান। সংগঠনের উপদেষ্টা, সইফুর রহমান কোরেশী হিরো। যুক্তরাষ্ট প্রবাসী আব্দুল মছব্বির। সংগঠনের উপদেষ্টা, মীর মাহবুবুল আলম। সাইফুর রহমান শিপু। ইউকে প্রবাসী আব্দুল মুকিত। সাংবাদিক সাইফুল ইসলাম।সাংবাদিক সই সরকার জগলু। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ম্যানেজার, ফখরুল ইসলাম। দৈনিক কালের কন্ঠ শুভ সংঘের মৌলভীবাজার জেলা শাখা’র সহ সভাপতি, এডভোকেট সুফায়েল আহমদ খান। সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক, আবু বকর তালুকদার। শাহ নেওয়ার চৌধুরী সুমন। সাইকেলিং কমিউনিটির মডারেটর, ইমন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ আবু হাসান জিল্লুল,জোবায়ের আলী আহমদ, নির্বাহী পরিচালক (সার্বিক) শফিকুল ইসলাম,টিম লিডার মোহাম্মদ শাহ রাজুল আলী, জেলা দাপন কাপন ও সৎকার টিমের টিম লিডার রুহেল খান আশরাফুল, সাংগঠনিক সচিব মোঃ সোহান হোসাইন হেলাল, এম এ রাসেল মোস্তফা, জেলা মানসিক ভারসাম্যহীন সেবা কর্মসূচির টিম লিডার সিরাজুল ইসলাম, জেলা ফ্রি অক্সিজেন সার্ভিসের সহকারী টীম লিডার কামরান চৌধুরী, আব্দুল মুত্তাকীন শিবলু, আব্দুস সোবহান দেওয়ান,হেলাল উদ্দিন, ইয়াসিন তালুকদার, শেখ এ এস দেওয়ান, রাহেল আহমদ, মাসুম আহমদ রাফি, সৈয়দ শাহ তৌফিক এলাহি তিয়াস, আবুল মাসুম রনি, রেজাউল করিম রাফি, শেখ মেহেদী হফয়সাল আহমেদ শাহী,মাহবুবুর রহমান ইয়ামিন, মোঃ মিজানুর রহমান, শাহ মুহাম্মদ হোসাইন আহমেদ।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, এই সামাজিক সংগঠন মৌলভীবাজারে দীর্ঘদিন ধরে জেলার শিক্ষা ও সমাজ উন্নয়নের কাজ করছে, তারই অংশ হিসেবে করোনা দুর্যোগে যেভাবে তাদের মানবিক টিম এগিয়ে এসেছে, দাপন-কাপন, সৎকার ও অক্সিজেন সার্ভিসে। এটা মানবতার কল্যানে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা আশা করেছেন ভবিষ্যৎে তাদের এই কর্ম তৎপরতা অব্যাহত থাকবে এবং এই এম্বুলেন্সের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জুরুরী স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *