ডায়াল সিলেট ডেস্ক ॥ ৩ ফেব্রুয়ারী ২ শুক্রবার রাজনগর উপজেলার উদনা চা বাগানে চা শ্রমিক ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ এবং সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক কমরেড মঈনুর রহমান মগনু, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউপি সদস্য কাজল রায়, সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী। সভায় মিরা রায়কে আহ্বায়ক এবং কার্তিক রায়কে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন উদনা চা বাগান শাখা কমিটি গঠিত হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম-আহ্বায়ক গণেশ রায় এবং সদস্যগণ রাজকুমারী কৈরি, জবা রায়, পদ্মা বাউরি, রিনা বাউরি, সুমি মৃধা, মিরা পাশি, সুমিত্রা রায় ও জানকি রাজভর।