ডায়ারসিলেট ডেস্ক::পাবনায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থীর নাম রেদোয়ানুল ইসলাম রুপম (২২)। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (৩রা ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার টেবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুপম পাবনা পৌর এলাকার গোপালপুরের শাহ পাড়ার মৃত আব্দুল বাতেনের ছেলে ও ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ’র শেষ বর্ষের শিক্ষার্থী। আহত অমিত হোসেন (১৫) পাবনা পৌর এলাকার মানিক হোসেনের ছেলে। সে স্থানীয় কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থনিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়িতে বেড়াতে আসেন রুপম। শুক্রবার সকালে কয়েকজন বন্ধু মিলে মোটরসাইকেলযোগে ঈশ্বরদীর রুপপুর গ্রীণ সিটি রুশ পল্লীতে বেড়াতে যান। ঈশ্বরদী থেকে ফেরার পথে রাত ৮টার দিকে টেবুনিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুপমকে মৃত ঘোষণা করেন। অন্যজনের অবস্থা গুরুতর হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *