ডায়ালসিলেট ডেস্ক: কুলাউড়ায় রামকৃষ্ণ পরমহংস দেবের ১৮৮ তম আবির্ভাব তিথি উপলক্ষে কুলাউড়া কালিবাড়ি ম-পে রামকৃষ্ণ সেবা সংঘের উদ্যোগে মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রভাতে রামকৃষ্ণ পরমহংস দেবের প্রতিকৃতিতে মাল্যদান, পূজা অর্চনা, হোমযজ্ঞ, অঞ্জলি প্রদান ও প্রসাদ বিতরণ করা হয়। পূজা চলাকালে ভক্তিমূলক সংগীতা অনুষ্ঠান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা রামকৃষ্ণ সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও সদস্য যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক সুশীল সেন গুপ্ত, বীর মুক্তিযোদ্ধা জগদীশ প্রসাদ কানু ও বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র মীরবহরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কালিবাড়ি পরিচালনা কমিটির সভাপতি ও কুলাউড়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটের সাধারণ সম্পাদক গৌরা দের সভাপতিত্বে ও রামকৃষ্ণ সেবা সংঘের সভাপতি স্বপন ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথ ও কুলাউড়া পূজা উদযাপন পরিষদের আহবায়ক ডা. অরুনাভ দে। এ সময় বক্তব্য রাখেন প্রভাষক সজীব ভৌমিক, মতিলাল ভট্টাচার্য, ভানু পুরকায়স্ত, শ্যামল দত্ত, গীত দেবরায়, বিশ্বজীত ভট্টাচার্য, আশীষ ধর প্রমুখ।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *