মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজার ৬৪ টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী ,খাল ও জলাশয় পুন;খনন (১ম পর্যায়) (২য় সংশোধিত ) শীর্ষক প্রকল্প এর আওতায় মৌলভীবাজার জেলার সদর উপজেলাধীন কোদালীছড়া খাল (অবশিষ্টাংশ ) পুন:খনন কি;মি; ১২.০৮০ হতে কি;মি: ২১.৫৮০ এর মধ্যবর্তী ৬ কি:মি: শুভ উদ্বোধন করা হয়।
দুপুরে দেশের ৬৪ জেলা নদী,খাল, জলাশয় পুন:খনন প্রকল্পের আওতায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে কোদালী ছড়া খনন কাজের উদ্বোধন করা হয়।
২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার পানি উন্নয়ন বোড বাস্তবায়নে ১২ নং গিযাসনগর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে মৌলভীবাজার পওর সার্কেল ও মৌলভীবাজার বাপাউবো তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে. এম জহুরুল হকের সভাপতিত্বে  এ কাজের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন  করেন প্রধান অতিথি মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন, পৌর মেয়র মোঃ ফজুলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, সদর মডেল থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ও ১২ নং গিযাসনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোশারফ হোসেন টিটু, ৭নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান কয়েছ আহমদ প্রমুখ।
জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী,  স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *