ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজার সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠান করতে অধ্যক্ষের অনুমতি না দেয়ায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা।

বুধবার ২২ ফেব্রুয়ারি সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী ও সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানান, মৌলভীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদেরকে বরণ করার নিমিত্তে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি কলেজ শাখার পক্ষে নবীনবরণ অনুষ্ঠান আয়োজনের জন্য অনুমতি চেয়ে অধ্যক্ষ বরাবর আবেদন করলে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ অনুমতি দিতে অস্বীকৃতি করায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রচলিত নবীনবরণ অনুষ্ঠান করতে না দেওয়া এক স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ।

যাহা ভবিষ্যৎতে শিক্ষা কার্যক্রম এবং শিক্ষার্থীদের মধ্যে উন্নাসিক মানসিকতা তৈরি করবে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখা অধ্যক্ষের এরকম আচরণ থেকে বিরত থাকা এবং অনুমতি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছেন। একই সাথে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহকে অধ্যক্ষের এরকম আচরণের বিরুদ্ধে তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *