বিনোদন ডেস্ক::বেশ কিছুদিন ধরেই সুকেশের মানি লন্ডারিং মামলায় জড়িয়েছেন বেশ কয়েকজন আলোচিত তারকা। যার মধ্যে জ্যাকুলিন ফার্নান্দেজও আছেন। তবে সুকেশ চন্দ্রশেখরকে সম্প্রতি দিল্লির পাতিয়ালা হাউজ কোর্টে হাজির করা হয়েছিল। যেখানে তিনি অভিনেত্রী সম্পর্কে বিবৃতি দিয়েছেন। সুকেশের দাবি, ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় জ্যাকুলিন কোনোভাবেই জড়িত নন। আদালতের সামনে বললেন, তিনি এই মামলার অংশ নয়, ওর কোনো চিন্তা নেই। আমি ওকে বাঁচানোর জন্যই এখানে আছি। এর আগে যখন দিল্লি আদালত থেকে সুকেশকে জেরা করার জন্য নিয়ে গিয়েছিল আর্থিক দুর্নীতি শাখা, তখন অবাক কাণ্ড করেছিলেন তিনি। পাশে জ্যাকুলিনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে থাকা এক সাংবাদিককে সুকেশ বলেন, তাকে ভ্যালেন্টাইন্স ডে’র শুভেচ্ছা জানিও আমার তরফে। সুকেশকে তখন জানানো হয় জ্যাকুসুকেশ বলেন, সে আমাকে ভুল বুঝতে পারে। আমি জ্যাকুলিনের সম্পর্কে কোনো কথাই বলবো না। তবে এটুকুই বলবো যে, আমি তাকে ভালোবাসি, তাই তাকে রক্ষা করার দায়িত্ব আমার। অপরদিকে, জিজ্ঞাসাবাদের সময় জ্যাকুলিন স্পষ্ট জানান, সুকেশ তার আবেগ নিয়ে খেলা করেছেন। জীবন দুর্বিষহ করে তুলেছেন। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চোখে ২০০ কোটি টাকা নয়ছয়ের মামলায় জ্যাকুলিনও সমান অপরাধী।
ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *