স্পোটর্ ডেস্ক::দীর্ঘ অপেক্ষার পালা শেষ। প্রস্তুত চার হাজার ক্রীড়াবিদ। প্রস্তুত আর্মি স্টেডিয়ামও। শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধন আজ। সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে গেমসের উদ্বোধন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও তার আগেই শনিবার শুরু হয়ে গেছে গেমসের ময়দানী লড়াই। ২০১৮ সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বয়সভিত্তিক এই প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। গত আসরে ২১টি খেলায় অংশ নেওয়া খেলোয়াড়, কোচ, কর্মকর্তার সংখ্যা ছিল প্রায় ৫০ হাজার। প্রথমবার আয়োজিত সেই যুব গেমস থেকে প্রতিভাবান খেলোয়াড় সেভাবে নজর কেড়েছে খুব কম। যদিও আজ শুরু হতে যাওয়া দ্বিতীয় আসরের চূড়ান্ত পর্ব থেকে নতুন ইমরানুর, সানজিদাদের খুঁজে পাওয়া যাবে বলে আশা করছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহগত ২রা জানুয়ারি শুরু হয় শেখ কামাল যুব গেমস দ্বিতীয় আসরের প্রাথমিক পর্ব। যার চূড়ান্ত পর্ব শুরু হচ্ছে আজ। আট বিভাগের চার হাজার ক্রীড়াবিদ ১৯৩টি সোনার পদকের জন্য লড়বে। সোনার পদক ছাড়াও রুপা থাকছে ১৯৩টি ও ব্রোঞ্জ ২৮৭টি।াসচিব সৈয়দ শাহেদ২০১৮ সালে যুব গেমসের প্রথম আসরে ২১ ডিসিপ্লিনে খেলা হয়েছে। এবার ডিসিপ্লিন সংখ্যা বেড়ে ২৪-এ উন্নীত হয়েছে। এবারের আসরের জেলা ও বিভাগীয় পর্যায়ের কার্যক্রমে প্রায় ৬০ হাজার ক্রীড়াবিদ সম্পৃক্ত ছিলেন। সেখান থেকে চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন প্রায় ৪ হাজার ক্রীড়াবিদ। এরই মধ্যে প্রাথমিক পর্ব থেকে প্রতিভাবান খেলোয়াড় পাওয়া গেছে বলে বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ জানিয়েছেন, ‘নিজস্ব তহবিল থেকে আমরা গেমসে প্রাথমিক পর্ব শুরু করেছি। এ পর্বে অংশগ্রহণকারী বিভিন্ন ডিসিপ্লিনের অ্যাথলেটরা অনুশীলনের আওতায় রয়েছে। এরইমধ্যে তৃণমূলে আমরা একঝাঁক প্রতিভাবান অ্যাথলেটের সন্ধান পেয়েছি।’ অবশ্য এত বড় আয়োজন হলেও উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যয় কমানো হয়েছে। এই কর্মকর্তা জানান, ‘আয়োজনের ক্ষেত্রে কৃচ্ছ্র সাধন করা হচ্ছে। স্বল্প ব্যয়ে জমকালো আয়োজনের ব্যবস্থা করা হচ্ছে।’ ২০১৮ সালে প্রথম শেখ কামাল যুব গেমস হয়েছিল। সেখান থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে তাদের বিভিন্নভাবে সার্ভিসেস ছাড়াও সংস্থায় যুক্ত করা হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে জানান বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। তিনি বলেন, ‘২০১৮ সালের গেমসে যারা ভালো করেছেন, তাদের উল্লেখযোগ্য অংশ ক্রীড়াবিদ হিসেবে বিভিন্ন সংস্থা ও বিকেএসপিতে যুক্ত আছেন। এমন ক্রীড়াবিদের সংখ্যা ৩০০ থেকে ৩৫০ জন। প্রথম যুব গেমস থেকে উঠে আসা ক্রীড়াবিদদের অনেককে বিভিন্ন ডিসিপ্লিনে নিজেদের সেরা অ্যাথলেট হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। এবারের আসরে যেসব ক্রীড়াবিদ ভালো করবেন, তাদের আগামী দিনের অ্যাথলেট হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেয়া হবে।’ গেমস আয়োজক কমিটির সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘বিকেএসপির অ্যাথলেটরা নিজ জেলা ও বিভাগের হয়ে অংশগ্রহণ করছেন। তাদের অংশগ্রহণের সুযোগ থেকে আমরা বঞ্চিত করতে পারি না। বিভিন্ন ইভেন্টে বিকেএসপি’র অ্যাথলেটদের পরের স্থানগুলোতে থাকা অ্যাথলেটদের মনিটরিং করছে সংশ্লিষ্ট ফেডারেশনগুলো।

সেখানে প্রতিভাবান অ্যাথলেট থাকলে তাদের অবশ্যই ভবিষ্যৎ পরিকল্পনায় রাখা হবে।’ এদিকে গত বৃহস্পতিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল থেকে গেমসের মশাল আনুষ্ঠানিকভাবে প্রজ্বলন করেন বিওএ’র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। আজ সেনানিবাস থেকে মশাল নিয়ে গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধনী স্থান আর্মি স্টেডিয়ামে নিয়ে যাবেন জাতীয় পুরস্কার পাওয়া সাবেক সাইক্লিস্ট ফারহানা সুলতানা ও ক্রীড়া পুরস্কার পাওয়া সাঁতারু সেলিম মিয়া। ওই দিন আর্মি স্টেডিয়ামে সাতদিনব্যাপী যুব গেমসযা থাকছে উদ্বোধনী অনুষ্ঠানে

আজ সন্ধ্যায় সেনানিবাস থেকে মশাল নিয়ে গেমসের চূড়ান্ত পর্বের উদ্বোধনী স্থান আর্মি স্টেডিয়ামে যাবেন জাতীয় পুরস্কার পাওয়া সাবেক সাইক্লিস্ট ফারহানা সুলতানা ও ক্রীড়া পুরস্কার পাওয়া সাঁতারু সেলিম মিয়া। দুপুর দেড়টায় দর্শকদের জন্য গেট খোলা হবে। এরপর প্রি-শো দেখানো হবে ৩০ মিনিট। সন্ধ্যা ৭টায় স্টেডিয়ামে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই বেজে উঠবে জাতীয় সঙ্গীত। শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের অডিও ভিজুয়াল কনটেন্ট প্রদর্শনী হবে তিন মিনিট। ৭টা ছয় মিনিটে ক্রীড়াবিদ ও গেমসের মাসকটের প্যারেড ১৫ মিনিট। ৭টা ২১ মিনিটে শপথবাক্য পাঠ শুরু হবে। ক্রীড়াবিদদের পক্ষে দ্রুততম মানবী শিরিন আক্তার ও বিচারকদের পক্ষে শপথবাক্য পাঠ করবেন সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান শামসুজ্জামান। নির্ধারিত অতিথিরা বক্তব্যের জন্য সময় পাবেন ১৫ মিনিট। ৭টা ৩৮ মিনিটে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই তিনি গেমসের উদ্বোধন ঘোষণা করবেন। ৭টা ৫৫ মিনিটে স্টেডিয়ামে মশাল প্রজ্জ্বলন করবেন এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে সোনাজয়ী স্প্রিন্টার ইমরানুর রহমান ও সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী কারাতেকা মারজান আক্তার। রাত আটটায় খেলোয়াড় গ্যালারিতে বসবেন এবং গেমসের থিম সং বেজে উঠবে। ৮টা পাঁচ মিনিটে এমসপিটিএস ও ভারতেশ^রী হোমস প্রদর্শনী করবে। ৮টা ২৫ মিনিটে আতশবাজির রোশনাইয়ে আলোকিত হবে আর্মি স্টেডিয়ামের আকাশ। সাড়ে ৮টায় স্টেডিয়াম ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

ডায়ালসিলেট এম/

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *