ডায়ালসিলেট ডেস্ক: মৌলভীবাজারে জাতীয় শিক্ষা পদক জেলা পর্যায়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ ফেব্রুয়ারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে দিনব্যাপী জাতীয় শিক্ষা পদক জেলা পর্যায়ে প্রতিযোগিতা আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: শামসুর রহমান এর সভাপতিত্বে পুরস্কার সভায় প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
মৌলভীবাজার সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহম্মেদ আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) বর্নালী পাল, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কিশলয় চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার পিটিআই সুপার (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ।
বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মাসুদ বিল্লাহ, রাজনগর উপজেলা শিক্ষা অফিসার শরীফ নিয়ামত উল্লাহ, সদর উপজেলা সহকারি শিক্ষা অফিসার অরবিন্দ কর্মকার, আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্না রায় ভৌমিক, শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আহমেদ, সহকারি শিক্ষক সুবীর কুমার ভট্রাচার্য্য প্রমুখ। জাতীয় শিক্ষা পদক জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টে জেলার ৭টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ২৫২জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *