ডায়াল সিলেট ডেস্ক ॥  কুলাউড়ায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের ঘর নিয়ে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।
সোমবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে ইউএনও জানান, বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নতুন নির্মিত ঘর উদ্বোধন করবেন। এদিন কুলাউড়া উপজেলার ৬৪টি পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি ও জমির দলিল উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, বুধবার কুলাউড়া উপজেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় উপকারভোগী ও সুধীজনদের নিয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে নিজস্ব অনুষ্ঠান, সাড়ে ৯টায় আশ্রয়ণ-২ প্রকল্পের সরবরাহকৃত ভিডিওচিত্র প্রদর্শন ও সোয়া ১০টায় গণভবন থেকে প্রচারিত প্রধানমন্ত্রী কর্তৃক ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানের সম্প্রচার প্রদর্শন।
ইউএনও মাহমুদুর রহমান খোন্দকার সাংবাদিকদের প্রশংসা করেন ও সরকারের মহৎ কাজে প্রচার-প্রচারণা করে সাংবাদিকরা উন্নয়ন কাজে অংশীদার হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *