মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারে জামিয়া মাদানিয়া সাওতুল ফুরক্বান মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের প্রদর্শনী উপস্থাপন ও ইফতারি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ মার্চ) বিকেল ৩টায় শহরের ৯নং ওয়ার্ড বড়কাপনস্থ মাদ্রাসায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ।
বড়কাপন সৈয়দবাড়ি জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সৈয়দ এ কে রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি শামছুজ্জুহা, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার উপ-পরিচালক আনোয়ারুল কাদির, মৌলভীবাজার জামিয়া আরাবিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি হাবিবুর রহমান ক্বাসিমী, বি-বাড়িয়া শ্রীপুর টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওঃ আব্দুল ওয়াহিদ, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলার মাস্টার ট্রেইনার মাওঃ আব্দুন নূর আনোয়ারী, ফিল্ড সুপারভাইজার জুলফিকার আলী বাবুল, আমরা মাদক নিবারণ করি (আমরা মানিক) উপদেষ্টা শেখ তফাজ্জুল হোসেন তবারক, মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজি নং মৌল-০৩৮) সদস্য কবি স’লিপক, কামালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার হুমায়ূন আহমদ।
মৌলভীবাজার দারুল উলুম টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস মাওঃ সিরাজুল ইসলাম তালুকদারের তত্ত্বাবধানে হাফেজ মাওঃ শামছুল ইসলাম তালুকদার ও মাদ্রাসার শিক্ষা সচিব মাওঃ বদরুল ইসলাম তালুকদারের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখেরগাওঁ শাহী জামে মসজিদের মোতাওয়াল্লি দিলওয়ার রাজা, বিশিষ্ট মুরুব্বি আব্দুস শহিদ রাজা, বিশিষ্ট মুরুব্বি আব্দুর রফিক চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি হাজী ইলিয়াছুর রহমান চৌধুরী, মাওঃ আব্দুল মজিদ খাঁন বাহুবলী, হাবিব হেলথকেয়ার হাসপাতালের সহ-পরিচালক সৈয়দ জাকির আহমদ, সহিহ কুরআন শিক্ষা বোর্ড মৌলভীবাজারের চেয়ারম্যান হাফেজ ওয়ালিদুর রহমান, ইত্যাদি ফার্নিচারের পরিচালক মুজিবুর রহমান, জামিয়া আরাবিয়া মৌলভীবাজারের সিনিয়র মুহাদ্দিস মাওঃ হুসাইন আহমদ জসিম, ক্বারী তাহির মিয়া তালুকদার, হাফেজ খাইরুল ইসলাম, মমশাদ রাজা, ফজলুল হক চৌধুরী, গিলমান রাজা, সৈয়দ রেজাউল আলম ইমদাদ, সৈয়দ শফিউল আলম ইসলাম, সৈয়দ আরমান, আবু বক্কর সহ অভিভাবক বৃন্দ।
প্রধান অতিথি কাউন্সিলর মোঃ মাসুদ মাদ্রাসার ভূয়সী প্রশংসা করেন এবং অচিরেই একদিন উপস্থিত সকল মেহমান ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ইফতারি করার ঘোষণা দেন।