ডায়াল সিলেট ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক জাতীয় সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন, জননেত্রী শেখ হাসিনা মানবতার মা, তিনি মানবতার কল্যাণে কাজ করেন। মানবতার কল্যাণে শেখ হাসিনার অবদান আমাদেরকে বিবেক জাগ্রত করে অনুভব করতে হবে।

 

বুধবার নগরীর বাগবাড়িতে জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

এসময় তিনি মানুষের কল্যাণে তার অবদানের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবার নির্বাচিত করার আহ্বান জানান।

 

সমাজসেবার আঞ্চলিক প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে ১৭৬ জন ব্যক্তিকে ৯ লক্ষ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

 

জেলা সমাজসেবা কার্যালয় সিলেট-এর উপপরিচালক মো. আব্দুর রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালিক, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল বাতিন ফয়সল।

 

সহকারী পরিচালক রফিকুল হকের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন।

 

সভাপতির বক্তব্য জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক বলেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এ দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের কল্যাণে ৫২টি কর্মসূচির মাধ্যমে গৃহহীন, ভিক্ষুক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *