মনজু বিজয় চৌধুরী: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়নের সিন্দুরখাঁন চা বাগান কুঞ্জবন বস্তিতে যথাযোগ্য মর্যাদায় সারা দেশের ন্যায় পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সার্বজনীন বাসন্তী পুজা। ২৭ মার্চ থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হওয়া এ পুজা ৩১ মার্চ শুক্রবার পর্যন্ত নিয়মানুযায়ী চলবে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) মহা নবমীতে ভাবগাম্ভীর্যের সাথে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন কালে পুজা মণ্ডপ পরিদর্শন করেন শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও জেলা পুজা উদযাপন কমিটির নেতা বাবু জহর তরফদার, বাংলাদেশ পুজা উযাপন কমিটি সিন্দুরখাঁন ইউনিয়ন শাখার সভপতি রিপন রায় সহ পূজা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
কুঞ্জবন বস্তি পুজা উযাপন কমিটির সভপতি শিবো সাঁওতাল এবং সাধারণ সম্পাদক শশিমন প্রধান সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
বাসন্তী পূজাকে কেন্দ্র করে সিন্দুরখাঁন চা বাগান কুঞ্জবন বস্তিতে সনাতন ধর্মপ্রাণ মানুষের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনার। শারদীয় দুর্গোৎসবের মতো করেই সব নিয়ম মেনে কুঞ্জবন বস্তিতে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের লোকজন বাসন্তী পূজা ব্যাপক উৎসাহ-উদ্দীপনা নিয়ে পালন করছেন। আগামী ৩১ মার্চ শুক্রবার দেবীর দশমী বিহিত পূজা ও পূজান্তে দর্পণ বিসর্জন দেওয়ার মধ্য দিয়ে বাসন্তী পূজা শেষ হবে।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *