ডায়াল সিলেট ডেস্ক ॥ বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ বাজারের স্টেশন রোডের রেলওয়ে মার্কেটের সুপারি ব্যবসায়ী আবু বক্করকে সালিশ বৈঠকে অভিযুক্ত চোররা পিটিয়ে গুরুতর আহত করেছে। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় সুপারি চোর সনাক্ত হলে বাজার বণিক সমিতি গত শুক্রবার ভুক্তভোগী ব্যবসায়ী আবু বক্করের সুপারির আড়তে অভিযুক্তকে নিয়ে অনুষ্ঠিত সালিশ বৈঠকে এই হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে আহত ব্যবসায়ীর ভাই আবুল কাশেম চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন।
জানা গেছে, গত ২১ মার্চ ব্যবসায়ী আবু বক্করের আড়ত থেকে ৬০ হাজার টাকা মূল্যের এক বস্তা সুপারি চুরি যায়। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় জাকির হোসেন নামে এক যুবককে সুপারি চুরির সম্পৃক্ততা পাওয়া যায়। বিষয়টি তিনি বাজার ব্যবসায়ী সমিতিকে অবহিত করলে সমিতি নেতৃবৃন্দ অভিযুক্ত জাকিরের সাথে যোগাযোগ করে শুক্রবার সালিশ বৈঠক ডাকেন। সালিশ বৈঠক চলাকালে অভিযুক্ত জাকির হোসেন, তার সহযোগি হাসান মিয়া, ফয়েজ উদ্দিন, নাইম আহমদসহ অজ্ঞাত ব্যক্তিরা অতর্কিতভাবে ব্যবসায়ী আবু বক্করের উপর সন্ত্রাসী হামলা চালায়, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও ক্যাশবাক্সের টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আহত ব্যবসায়ী আবু বক্করের ভাই আবুল কাশেম কথিত সুপারি চোর জাকির হোসেনসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন।
বাজার বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ বাদশা জানান, ব্যবসায়ী আবু বক্করের আড়ত থেকে ৬০ হাজার টাকার এক বস্তা সুপারি চুরি যায়। তিনি চোর শনাক্ত করে বাজার কমিটিতে বিচার দেন। বাজার কমিটির সালিশ বৈঠকে অভিযুক্ত জাকিরের নেতৃত্বে ব্যবসায়ীর উপর যেভাবে সন্ত্রাসী হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালানো হল তা নজিরবিহীন ঘটনা। এ ঘটনায় ব্যবসায়ীরা চরম উদ্বিগ্ন ও আতঙ্কিত।
বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *