সোহেল আহমদ :: বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে দ্রব্যমূল্য,বিদ্যুত,পানি বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে মিথ্যা ও বানোয়াট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা। এসময় প্রবাসীরা বলেন, অবৈধ আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উস্কানিমূলক কথা বলে বাংলাদেশের সাধারণ জনগনের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।
এরই প্রতিবাদে আগামী সোমবার যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগে লন্ডনের হোয়াইট চপল আলতাব আলী পার্কের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
এসময় প্রবাসী বাংলাদেশীরা অবৈধ আওয়ামী সরকারের শেখ হাসিনার বক্তব্যের ব্যাপক সমালোচনা করেন তারা। এসময় প্রবাসীরা তার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, জন্য সুযোগ খুজছে। যতই রঙ্গমঞ্চ করুন তাতে জনগণের মনে স্থান নিতে পারবে না। এখানে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীরা স্বল্পমূল্যে সবধরনের কাচামাল যেমন শসা, টমেটো, ডিম খেতে পাচ্ছে। এমনকি যুক্তরাজ্য সরকার বিদ্যুৎ,পানি বিলও কম করে দিচ্ছে।
তাতে উনার সমস্যাটা কি? উনি নিজে দ্রব্য-মূল্যের দাম বাড়িয়ে বাংলাদেশের নীরিহ জনগণদের চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছেন তিনি বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী হয়ে এতো বড় মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেন তা কোনভাবে কাম্য নয়।
এব্যাপারে লন্ডনের বাংলাটাউনে বিভিন্ন দোকানগুলোতে সরেজমিনে ক্রেতাদের সাথে কথা বললে প্রবাসী বাংলাদেশী হাবিব নামের একজন ক্রেতা বলেন, আমরা প্রতিদিনই মার্কেটে গিয়ে বাজার করি স্বল্পমূল্যে দ্রব্যমূল্য ক্রয় করি। বাংলাদেশী দোকানগুলোতে সবধরনের কাচামাল, ডিম, টমেটো স্বল্পমূল্যে পাওয়া যায়। কি কারণে প্রধানমন্ত্রী এসব মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছেন তা সত্যিই সমুচীন নয়। এটা জনগনদের মাধে বিভ্রান্তি সৃষ্টি করছেন।
অবৈধ আওয়ামী সরকারের শেখ হাসিনার বক্তব্যের ব্যাপক সমালোচনা করে যুক্তরাজ্য সেচ্ছাসেবকদলের সভাপতি নাসির আহমেদ শাহিন বলেন, অবৈধ আওয়ামী সরকারের নিশিরাতের ভোটডাকাত শেখ হাসিনার পাগল হয়ে গেছেন। বাংলাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আজ সাধারণ জনগণের তাদের চাহিদা পূরণ করতে পারছে না। বর্তমান বাংলাদেশে আইনের সঠিক বিচার নেই,মানবাধিকার নেই,জনগণের জান-মালের নিরাপত্তা নেই, অবৈধভাবে নিশিরাতে ভোট ডাকাতি করে সরকার গঠন করে ক্ষমতায় ঠিকে থাকতে চায়।
এখন জনগণ সোচ্ছার হয়ে গেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে এই অবৈধ শেখ হাসিনার সরকার হঠাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা ঐক্যবদ্ধ । দেশনায়ক তারেক রহমানের নির্দেশ টেইক বেক বাংলাদেশ। আমরা জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনে অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।
উল্লেখ্য, আজ বুধবার (২৯ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, অনেক উন্নত দেশও আজ মুদ্রাস্ফীতির কারণে হিমশিম খাচ্ছে। লন্ডনের মানুষ তিনটার বেশি টমেটো কেউ কিনতে পারবেন না। ১টা টমেটোর দাম ১০০/২০০ টাকা। সাইজ বড় হলে ৩০০ টাকা। বেশি শশা কিনতে পারবেন না। এক প্যাকেটের বেশি ডিম কিনতে পারবে না। হয় চারটা নয় ছয়টা পরিবার বুঝে। বিদ্যুৎ নির্দিষ্ট, এর বেশি ব্যবহার করতে পারবে না। এই শীতকালে একটা রুমে পরিবারের সব লোক একটা হিটার জ্বালিয়ে বসেছিল। পাইপ দিয়ে বাগানে পানি দিতে পারবে না, গাড়ি ধুতে পারবে না, শুধু হাতে করে একটু পানি দিতে পারবেন বলে মন্তব্য করেছেন।