মনজু বিজয় চৌধুরী: শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সকল সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করা হয়েছে। রবিবার (২ এপ্রিল) ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের হলরুমে এই ইফতারের আয়োজন করেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বৌলাশি এলাকার বাসিন্দা, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক নবারুণ দাশ রিপন।
ইফতারে অংশগ্রহণ করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট, সহ-সভাপতি দীপংকর ভট্টাচার্য লিটন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল,
যুগ্ম-সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য কাওছার ইকবাল।
এছাড়াও প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই ইফতারে অংশ নেন।
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করায় নবারুণ দাশ রিপনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।