আন্তর্জাতিক ডেস্ক :: ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি ইউকে’র উদ্যোগে গত শুক্রবার পূর্ব লন্ডনের বার্কিংরোডস্থ একটি রেস্টুরেন্টে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
যুক্তরাজ্যে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর উপস্থিতিতে, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আলম রতনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক শাহ্ মো. ইব্রাহিম মিয়া ও মারুফ আলমের সঞ্চালনায় কুরআন তেলওয়াত এর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
এ সময় সাধারণ সম্পাদক তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসরত সকল ব্রাহ্মণবাড়িয়াবাসীকে এক ছাদের নিচে একত্রিত করতে এবং আগামী প্রজন্মকে নিজেদের কৃষ্টি ও ধর্মীয় সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে এবং একে অপরের মাঝে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতেই মূলত এই আয়োজন।
সংগঠনের প্রধান উপদেষ্টা নাসরুল্লাহ্ খান জোনাইদ বলেন, গত ১২ বছর যাবত এই সংগঠনটি আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ থেকে পাঁচ হাজার মাইল দূরে লন্ডনে বসে নিজের জেলাকে বুকে ধারণ করে চলছে এই সংগঠন। বিগত দিনে করোনাকালীন সময় নিজ জেলা ব্রাক্ষণবাডীয়াতে প্রায় দুই হাজার পরিবারের মধ্য ত্রাণসামগ্রী বিতরণ করাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সাক্ষর রেখে যাচ্ছে এই সংগঠনটি। তিনি এই সংগঠনকে সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠনে বলবৎ রাখার পরামর্শ দেন।
ব্রাহ্মণবাডীয়া কসবা আখাউড়ার কৃতিসন্তান ভূইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির আহম্মেদ ভূইয়া তাঁর বক্ত্যবে অবহেলিত ব্রাহ্মণবাডীয়া ও আগামী দিনে ব্রাহ্মণবাডীয়কে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে দিকনির্দেশনা দেন।
সংগঠনের কার্যকরী কমিটির মধ্যে উপস্থিত ছিলেন নুরুল আমিন সজল, মাছুম ভূইয়া, উজ্জল শাহ্, এনামুল হক কামাল, মাসুদুর রহমান, হুমায়ুন কবির, শরিফুল ইসলাম, মিজান খান, মোশারফ হোসেন, কবির আহম্মেদ, মনিরুল হক, বখতিয়ার আহম্মেদ, রানা হামিদ, ফয়েজ আহম্মেদ, জাকির হোসেন, আলমগীর হোসেন। তাছাড়া সংগঠনের দাওয়াতে গ্রেটার কুমিল্লার কৃতি সন্তান আনোয়ার হোসেন খোকন, ইকরামুল হক মজুমদারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারীর আগ মুহূর্তে রোজাদারদের সাথে নিয়ে মুসলিম উম্মাহর শান্তি ও মৃত আত্মীয়-স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন হাফিজ মৌলানা ইব্রাহিম মোল্লা।