ডায়ালসিলেট ডেস্ক:ইতালির নাপলীতে বাংলাদেশ এসোসিয়েশন সান জুসেপ্পে ভেসুভিয়ানোর প্রতিষ্ঠাতা সভাপতি, বায়তুল জান্নান জামে মসজিদ সান জুসেপ্পের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি এবং জালালাবাদ এসোসিয়েশন ইতালির উপদেষ্টা কবি দেলোয়ার মুহাম্মাদ এর উদ্যোগে পরিবারের সবাই, বাংলাদেশ কমিউনিটি এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ এপ্রিল) বিকেলে ইতালির নাপলী সান জুসেপ্পে ভেসুভিয়ানো সরফ উদ্দিনের রেস্তোরাঁয় অনুষ্ঠিত ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম আক্তার লিটন। অন্যান্যোর মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কামরুল ইসলাম. যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আহমদ, নুমা’র প্রতিষ্ঠিতা সভাপতি গোলাম আক্তার লিটন, কবি আব্দুল্লাহ আল মন্সুর মোঃ অয়েছ, কবি মাহবুবুর রহমান বাবলু, সাংবাদিক সৈয়দ আব্দুল খালিক, সুফিয়ান রহমান সহ শতাধিক প্রবাসী নারী পুরুষ।
ইফতার মাহফিলে উপস্থিত কবি আব্দুল্লাহ আল মন্সুর মোঃ অয়েছ ও কবি মাহবুবুর রহমান বাবলু এর হাতে কবি দেলোয়ার মুহাম্মাদ তুলে দেন তাঁর রচিত কবিতা গ্রন্থ “তিলকটাও সুন্দর বলেছি”।
ইফতার পুর্বে সকল প্রবাসী বাংলাদেশির জন্য মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজ হোসাইন মোঃ কামরুল।