ডায়ালসিলেট ডেস্ক: কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ ১। সীতারাম ছত্রী (৬০) এবং ২। কমলা ছত্রী (৪০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
১৫ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুরে কুলাউড়া থানার এসআই মনির হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া থানাধীন ০৪ নং জয়চণ্ডী ইউনিয়নের ক্লিভডন চা বাগানের লম্বাটিলা এলাকার আটককৃত সীতারাম ছত্রীর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা করেন।
এসময় আটককৃত ব্যক্তিদ্বয়ের বসতঘর তল্লাশি করে একটি ব্যাগের ভেতর থেকে ১ কেজি গাঁজা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদ্বয় পরস্পর সম্পর্কে স্বামী-স্ত্রী। আটককৃত দম্পতি দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত আছে মর্মে স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায়।
আটককৃত সীতারাম ছত্রীর বিরুদ্ধে কুলাউড়া থানায় আরও ৪ টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।