মনজু বিজয় চৌধুরী॥ শ্রীমঙ্গল উপজেলাধীন কালাপুর ইউনিয়নের মাজদিহি (মুজিবনগর) আশ্রয়ন প্রকল্পে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করা হয়েছে। শুক্রবার ১৪ এপ্রিল মিলাদ মাহফিলের মাধ্যমে মসজিদে প্রথম নামাজ শুরু করা হয়। বিশেষ মোনাজাত শেষে আসরের নামাজের মধ্য দিয়ে শতাধিক মুসল্লি নিয়ে মসজিদে নামাজ পড়া শুরু করা হয়েছে। চারদিকে লাল টিনের পাকা ঘর। এরই মধ্যখানে উপজেলা প্রশাসন থেকে গড়ে তুলেছেন এক দৃষ্টিনন্দন মসজিদ। স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মসজিদের উদ্বোধন করার কথা ছিল। বিশেষ প্রয়োজনে তিনি ঢাকায় চলে যাওয়ায় মসজিদের উদ্বোধন করা হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সূত্রে জানা গেছে খুব শীঘ্রই এমপি মহোদয় এলাকায় এসে মসজিদটি উদ্বোধন করবেন। মসজিদে প্রথম নামাজে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আছাদুজ্জামান, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতলিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আশ্রয়ন প্রকল্পে বসবাসরত শতাধিক মুসল্লী।
এছাড়াও সরেজমিনে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। মসজিদে আসরের নামাজ শেষে উপস্থিত সকলের মাঝে প্যাকেট করা উন্নত মানের ইফতার বিতরণ করা হয়।