মনজু বিজয় চৌধুরী॥ সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন স্লোগানে  জেলা প্রশাসকের কার্যালয়ে এক বর্ণাঢ্য র‌্যালী আয়োজন করা হয়। উক্ত র‌্যালীটি জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম এর নেতৃত্বে পরিচালিত হয়।

২৬ এপ্রিল বুধবার সকালে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস, ২০২৩ উপলক্ষে মৌলভীবাজার জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। সভায় সভাপতিত্ব করেন প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাকারিয়া, পুলিশ সুপার, মৌলভীবাজার ও ডা.চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, সিভিল সার্জন, মৌলভীবাজার এবং পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: মাঈদুল ইসলাম। এছাড়াও  উপস্থিত ছিলেন  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল হক, ,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি বর্ণালী পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার, সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা ও রেকর্ডরুম মীর রাশেদুজ্জামান রাশেদ, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব মুন্সিখানা, জেএম ও ফ্রন্টডেস্ক ঊর্মি রায়, সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব শাখা ও টি সেল,সুকান্ত সাহা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা, পর্যটন সেল ও সীমান্ত সেল মোঃ বেলায়েত হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা ও ফর্মস এন্ড স্টেশনারী শাখা ফয়সাল মাহমুদ ফুয়াদসহ জেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্মার্ট বাংলাদেশের সকল কর্মকর্তা-কর্ম চারীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শব্দ দূষণের বিভিন্ন উৎস, কারণ, মানব স্বাস্থ্যের জন্য এর ক্ষতিকর প্রভাব, শব্দ দূষণ কমানোর ক্ষেত্রে নিজ নিজ অবস্থানে থেকে অবদান রাখার বিষয়ে সকলকে সচেতনতামূলক বক্তব্য প্রদান, আলোচনা এবং ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো; মাঈদুল ইসলাম উদ্যোগে ও জেলা প্রশাসন, মৌলভীবাজার এর সহযোগিতায় দুপুর ৩:০০ ঘটিকায় মৌলভীবাজার সদর উপজেলার শ্রীমঙ্গল রোডস্থ রহমান সিএনজি পাম্প সংলগ্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। শব্দদূষণবিরোধী উক্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ৮টি মামলা দায়েরসহ ৮,০০০/- টাকা জরিমানা আদায় ও ১৩ টি হাইড্রলিক হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্টে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন শাওন মজুমদার সুমন এবং সৈয়দ সাফকাত আলী। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মো: রিয়াজুল ইসলাম। এসময় রাস্তায় চলাচলরত যানবাহনে ড্রাইভার ও জনগণের মধ্যে শব্দদূষণের কুফল সংক্রান্ত লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *