মনজু বিজয় চৌধুরী॥ মৌলভীবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন নিয়ন্ত্রনে আনা, প্রাথমিক ধারণা ও উদ্ধার কার্যক্রম নিয়ে এক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৯ এপ্রিল দুপুরে শহরের সেন্ট্রাল রোডে এমবি ক্লথ স্টোরে এই মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং দোকানে দায়িত্বরত কর্মচারীদের এ বিষয়ে ধারণা দেওয়া হয়।
মহড়া প্রত্যক্ষ করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, পৌর মেয়র ফজলুর রহমান। উপস্থিত ছিলেন মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জিতু তালুকদার, পৌর কাউন্সিলর ফয়সল আহমদ, এমবির সত্ত্বাধিকারী আনোয়ার ইকবাল এবং নুরুল ইসলাম কামরান।
মৌলভীবাজার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ বলেন, এটা নিয়মিত মহড়ার একটি অংশ। এর উদ্দেশ্য হলো জনগণকে সচেতন করা এবং অগ্নিনির্বাপণ বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া। যেন তারা অগ্নিকান্ডের ঘটনা ঘটলে দক্ষতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে পারেন। সেজন্যে এই আয়োজন।
এমবির পরিচালক নূরুল ইসলাম কামরান বলেন, ফায়ার সার্ভিসের ফাইটাররা আগে থেকেই আমাদের কর্মচারীদের একটা প্রাথমিক ধারণা ও প্রশিক্ষণ দিয়েছেন। কিভাবে আগুন নেভাতে হয়, কিভাবে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে হয়। এই মহড়ার মধ্য দিয়ে আমরা অনেক ধারণা পেয়েছি।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, অনেকক্ষেত্রে আমাদের সচেতনতাই পারে অগ্নিকান্ড থেকে রক্ষা করতে। অগ্নিকান্ডের ঘটনা যেন না ঘটে সেজন্য আমরা আগে থেকে প্রতিকার নিলেই অনেক বিপদ থেকে রক্ষা করবে।
উল্লেখ্য মহড়া চলা কালে উৎসুক মানুষের ভিড় এবং মোবাইল ব্যবহারকারীদের লাইভ, ভিডিও ও ছবি তোলার প্রতিযোগিতায় মহড়া কার্যক্রম বাধাগ্রস্ত হয়।