ডায়ালসিলেট ডেস্ক মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ০৪ জুয়ারিকে আটক করা হয়েছে।

আজ (০১ মে) মধ্যরাতে এসআই অনুজ কুমার দাশসহ ডিবির একটি বিশেষ টিম কমলগঞ্জ থানাধীন কাউয়ারগলা এলাকায় অভিযান পরিচালনা করে ০৪ জুয়ারিকে আটক করেন।

আটককৃতরা হলেন ১। দেলোয়ার হোসেন (২৮), পিতা- কাচাই মিয়া চৌধুরী, সাং-কাউয়ারগলা ২। অজির মিয়া (৫২), পিতা – সুরুজ মিয়া, ৩। জহির মিয়া (৩৫), পিতা- নাইওর মিয়া , ৪। বোরহান উদ্দিন (৩৫), পিতা- নুর মিয়া, সর্ব সাং-পূর্ব জালালপুর, সর্বথানা- কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার।

গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানাধীন ০৭ নং আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামের আটককৃত দেলোয়ার হোসেনের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডেল তাস (৫২ টি) এবং নগদ ২০৮০/- টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় কমলগঞ্জ থানায় ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *