মনজু বিজয় চৌধুরী॥ “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন,মৌলভীবাজার ও শ্রম অধিদপ্তর,শ্রীমঙ্গল,মৌলভীবাজার এর আয়োজনে সোমবার ১ মে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান মে দিবস ২০২৩ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মৌলভীবাজার চেম্বার অব কমার্স এর সভাপতি মোঃ কামাল হোসেন,পৌরসভা মেয়র ফজলুর রহমান,পুলিশ সুপার মোঃ জাকারিয়া প্রমূখ।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-বাগান কর্মচারী ইউনিয়নের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন শ্রম অধিদপ্তর, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক নবারুন দাশ রিপন, শ্রীমঙ্গল,মৌলভীবাজার এর উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন মোহাম্মদ নাহিদুল ইসলাম।
প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয়। এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদ্যাপন দিবস। ভারত ও বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন।
প্রসঙ্গত, ১৮৮৬ খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকার শহিদদের আত্মত্যাগকে স্মরণ করে পালিত হয়।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *