ডায়ালসিলেট ডেস্ক আজ ১লা মে ‘মহান মে দিবস’ এ মৌলভীবাজার শহরে সকাল ১১:৩০টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার লাল পতাকা মিছিল এবং চৌমুহনায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিকের কাজ, ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, গণতান্ত্রিক শ্রম আইন ও ট্রেড ইউনিয়ন অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করা এবং শোষণ, বৈষম্য ও নিপীড়নের সমাজ পরিবর্তনের লড়াই শানিত করা এবং শ্রমজীবীদের জন্য রেশনিং চালুর দাবিতে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সংগঠক ও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশীর সভাপতিত্বে এবং শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট আবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা সমন্বয়ক কমরেড মঈনুর রহমান মগনু, বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপংকর ঘোষ, সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য, মৌলভীবাজার মৎস্যজীবী ইউনিয়ন (প্রস্তাবিত) সহসভাপতি মো: মিয়া ধন, রাজনগর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়ন (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক আজাদ মিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী প্রমুখ নেতৃবৃন্দ।
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *