ডায়ালসিলেট ডেস্ক শেকড় সন্ধানী লেখক ও গবেষক, বিশিষ্ট আইনজীবী, মৌলভীবাজারের প্রথম নোটারী পাবলিক, ইতিহাসবিদ সৈয়দ জয়নাল আবেদীনের মৃত্যুতে মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সৈয়দ জয়নাল আবেদীন স্মৃতি সংসদের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংসদের সভাপতি ডাঃ ছাদিক আহমদ।
সাধারণ সম্পাদক সৈয়দ ইশতিয়াক জাকেরীনের পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান, জেলা আইনজীবী সমিতি’র সভাপতি এড. রমা কান্ত দাস গুপ্ত, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন।
স্মরণ সভায় মরহুম সৈয়দ জয়নাল আবেদীনের জীবন ও কর্ম নিয়ে আরো আলোচনা করেন এড. শান্তিপদ ঘোষ, সাংবাদিক সরওয়ার আহমদ, বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, চ্যানেল এস এর হেড অব নিউজ খালেদ চৌধুরী, প্রবাসী রাজনীতিবিদ ফয়সল আহমদ চৌধুরী, সাংবাদিক মুনজের আহমদ চৌধুরী, প্রবাসী কমিউনিটি নেতা শামীম আহমদ, বিশিষ্ট সমাজসেবক মুহিবুর রহমান মুহিব, সাংবাদিক মেরাজ আহমদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক কে.এম. আবু তাহের চৌধুরী। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শামসুজ্জোহা।
বক্তারা বলেন, সৈয়দ জয়নাল আবেদীন ছিলেন সমাজের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের সংগঠক, ইতিহাসবিদ, দক্ষ আইনজীবি ও সমাজ সংস্কারক, মৌলভীবাজারের প্রথম নোটারী পাবলিক। সিলেট বিভাগ আন্দোলন ও মৌলভীবাজার জেলা বাস্তবায়ন আন্দোলনসহ প্রতিটি কর্মকান্ডে মরহুমের ভূমিকা অম্লান হয়ে থাকবে।