মনজু বিজয় চৌধুরী॥ শ্রীমঙ্গল থানাধীন মুসলিমবাগ এলাকা হইতে বার্ডস্ স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ভিকটিম ছালেহীন অরিত্র (১০), পিতা-আহাদ আল মামুন, সাং-মুসলিমবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার নিখোঁজ হয়। এই সংক্রান্তে ভিকটিমের মাতা থানায় নিখোঁজ ডায়েরী করিলে অফিসার ইনচার্জ সাহেবের নির্দেশনায় পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই/তীথংকর দাস তথ্য প্রযুক্তির সহায়তায় মৌলভীবাজার সদর থানা এলাকা হইতে ভিকটিম অরিত্র (১০) কে উদ্ধার করা হয়। ভিকটিম ছালেহীন অরিত্র (১০) বর্তমানে তাহার মাতার হেফাজতে আছে।
দ্রুত সময়ের মধ্যে নিখোঁজ হওয়া ভিকটিম অরিত্রকে উদ্ধারে সক্ষম হওয়ায় ভিকটিমের পরিবার শ্রীমঙ্গল থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।