ডায়াল সিলেট ডেস্ক :: সিলেট জেলা প্রেসক্লাব ইনডোর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টিম শুভ প্রতিদিন।

 

বৃহস্পতিবার রাত দশটায় নগরীর কাজিটুলাস্থ সকার জোনে ফাইনাল ১-০ গোলে একাত্তরের কথাকে হারিয়ে চ্যাম্পিয়ান হয় শুভ প্রতিদিন।

 

খেলায় একমাত্র গোল করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শুভ প্রতিদিনের দলীয় অধিনায়ক এএইচ আরিফ। ওইদিন সন্ধ্যায় টাইব্রেকারে যুগভেরীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে টিম শুভ প্রতিদিন। আর আজকের সিলেটকে হারিয়ে ফাইনালে উঠে একাত্তরের কথা।

 

এর আগে সিলেট জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর কাজিটুলাস্থ সকার জোনে এ টুর্নামেন্টের পর্দা উঠে। তিন গ্রুপে অংশ নেয় নয়টি দল। টিমগুলো হচ্ছে- দৈনিক শুভ প্রতিদিন, দৈনিক জাগ্রত সিলেট, দৈনিক একাত্তরের কথা, সিলেট ভিউ, সিলেট প্রতিদিন, আজকের সিলেট, দৈনিক শ্যামল সিলেট, দৈনিক যুগভেরী ও জাতীয় দৈনিক।

 

সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল জানান, তিনদিনের এ টুর্নামেন্টে সবার সরব উপস্থিতি ও অংশগ্রহণ এক উৎসবে পরিণত হয়েছিল। তিনি আরো জানান, টুর্নামেন্টের পুরস্কার কয়েকদিনের মধ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিতরণ করা হবে।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *