মনজু বিজয় চৌধুরী ॥  মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম’র সাথে মতবিনিময় করেছে আনন্দ পাঠশালা নামের সামাজিক সংগঠনের শিক্ষক এবং শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, আনন্দ পাঠশালার প্রতিষ্ঠাতা আব্দুস সালাম, আনন্দ পাঠশালা শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জান্নাতুল ফেরদাউস ঊর্মি, শাহনাজ বেগম, সায়্যিদা সিদ্দিকা মীম, রিয়া চক্রবর্তী, সাদিয়া চৌধুরী তাম্মি, জাহিদ হাসনাত রাজু, সাবিকুন নাহার চৌধুরী (কারীমা), মেহেদী বিল্লাহ বাঁধন, সুজাতা চক্রবর্তী, ফারজানা জাহান, নাঈমা আফরোজ রূপা, নওশাদ তালুকদার, মাহফুজুর রহমান রাকিব, হেনা বেগম, হেপী আক্তার পপি, কানিজ আয়েশা ইভা, অদিতি দে, আয়শা জান্নাত, আশরাম আহমেদ মামুন, ফারজানা তাসমিন, ফয়সাল আহমেদ শাহী, অর্পন চন্দ লিজা আক্তার, কণিকা আক্তার, মাহতাবুল ইসলাম উদয় কানিজ ফাহমিদা ইমা, এনামুল ইসলাম জাহিদ, মুরশেদা বাসিত, লাইলী বেগম, চামেলি বেগম, বেলাল আহমেদ, নাছিম চৌধুরী প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক আনন্দ পাঠশালার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে অবহিত হন এবং এই উদ্যোগের সাথে জেলা প্রশাসন সব সময় পাশে থাকবে বলে আশ্বাস প্রদান করেন।

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *