আষাঢ়ের প্রথম দিন আজ

 

বিনোদন ডেস্ক :: আজ বৃহস্পতিবার পহেলা আষাঢ়। বর্ষার প্রথম দিন। বছর ঘুরে আবারও চলে এল বৃষ্টির দিন। এ দিনটিকে বরণ করে নিতে নানা আয়োজনের পরিকল্পনা করছে চ্যানেল আই।

 

আজ বর্ষার প্রথম দিন হলেও চ্যানেল আই বর্ষা বরণ করে বুধবার রাত থেকেই। এদিন রাত ১০টায় বৃষ্টির দৃশ্যায়ন নিয়ে আবদুর রহমান-এর উপস্থাপনায় দর্শক উপভোগ করেন ‘সিনেমায় বৃষ্টি’।

 

বাংলার কবিদের গানে-কবিতায় বর্ষা-বন্দনায় ফুটে উঠেছে এদেশের মানুষের বর্ষার প্রতি ভালোবাসা। বর্ষাকে অন্য মাত্রা দিয়ে গেছেন কবি, গীতকাররা। আষাঢ়ের প্রথম প্রহরে চ্যানেল আইয়ের নিয়মিত অনুষ্ঠান ‘গান দিয়ে সকাল শুরু’র বিশেষ আয়োজনে বর্ষার আগমনী গান গাইবেন অণিমা রায়। অনুষ্ঠানটি দেখবেন আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়।

 

এছাড়া, আজ দুপুর ১২টা ৩০ মিনিটে দেখবেন ফ্রেশ-প্রিমিয়াম টি তারকাকথন এর ‘বিশেষ পর্ব’। দুপুর ১টা ৩০ মিনিটে থাকছে অরুণ চৌধুরীর উপস্থাপনায় এবং সেহাঙ্গল বিপ্লব-এর পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘চলচ্চিত্রে বৃষ্টি’।

 

দুপুর ৩টা ৫ মিনিটে হাবিবুর রহমান খান-এর প্রযোজনায় বাসু চ্যাটার্জি পরিচালিত সাড়া জাগানো চলচ্চিত্র ‘হঠাৎ বৃষ্টি’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রেজাউল করিম কাজল-এর প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘নাটকে বৃষ্টি’।

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *